কঠোর লকডাউনে চান্দিনায় মার্কেটে উপচেপড়া ভিড়

আজ বাংলা নববর্ষের দিন হওয়ায় বাজারে অন্য দিনের তুলনায় বড় মাছ তুলেছেন ব্যবসায়ীরা। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনায় কঠোর লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাজারে ক্রেতা-বিক্রেতার সমাগম প্রচুর পরিমাণে লক্ষ্য করা গেছে। কাপড়, স্বর্ণ ও স্টেশনারি দোকান ব্যতীত ভোর থেকেই অন্যসব দোকানপাট খোলা রয়েছে। প্রচুর ক্রেতার ভিড়ে অনেকেই মাস্ক ব্যবহার ছাড়াই করছেন কেনাকাটা। এতে মারাত্মক ঝুঁকিতে রয়েছে চান্দিনা বাজার।
আজ নববর্ষের দিন হওয়ায় বাজারে অন্য দিনের তুলনায় বড় মাছ তুলেছেন ব্যবসায়ীরা। তবে তুলনামূলকভাবে মাছের দাম ও ক্রেতার সমাগম কম দেখা গেছে।