কুমিল্লায় রক্তকমল ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ

কুমিল্লায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকমল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি : এনটিভি
কুমিল্লায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকমল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় দুইশ হতদরিদ্র পরিবারের মধ্যে এসব পণ্য বিতরণ করা হয়।
জেলা সদরের দক্ষিণ সুয়াগাজীতে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ ঘোষ।
এ সময় রক্তকমল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, সুয়াগঞ্জ টিএ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এ কে এম আব্দুল মমিন প্রমুখ।