কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারদাগ এলাকার এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো উপজেলার বারদাগ এলাকার মাসুমের ছেলে মুস্তাফিজুর রহমান ওরফে মুস্তাফিজ (১০) ও বকুলের ছেলে সিয়াম (১২)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।
স্থানীয়রা জানায়, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারদাগ এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায় সিয়াম। আজ দুপুরের দিকে খালাত ভাই মুস্তাফিজকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় সিয়াম। এক পর্যায়ে তারা ডুবে মৃত্যুর পর ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।