কুষ্টিয়া জেলা ছাত্রদলনেতাকে অস্ত্রসহ আটকের দাবি পুলিশের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/22/kushtia-arrest-news-pic.jpg)
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে বলে দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি সেক্টরের আগে নুরীতলা মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত নিশাত ফুলবাড়ী ইউনিয়নের খন্দকার টিপু সুলতানের ছেলে।
কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, কুষ্টিয়ার মিরপুর নুরীতলা থেকে খন্দকার তসলিম নিশাতকে সন্দেহজনকভাবে আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিশাতকে আদালতে নেওয়া হবে বলেও জানান ডিবির ওসি।
এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি-ছাত্রদল নেতারা যখন আন্দোলনে মাঠে নামছে, ঠিক তখনই আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।