খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভারের জনসভায় আ.লীগ নেতাকর্মীরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/10/al-tham.jpg)
সাভারের জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভারের জনসভায় যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শনিবার সকাল থেকেই তাঁরা জনসভাস্থলে উপস্থিত হতে শুরু করেন। এ সময় তাঁরা নানা স্লোগান দেন।
সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলা এবং সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়। সভায় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জনসভায় বিশেষ অতিথি রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।