গাজীপুরে অগ্নিকাণ্ড : সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে রেড ক্রিসেন্ট

গাজীপুরে টঙ্গীর শাহ মাজার বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ সোমবার সকালে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেন সংস্থার ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রাজিয়া সুলতানা লুনা ও মো. আতিকুল হক শামীম।
গত বছর ২৭ নভেম্বর গাজীপুরের টঙ্গীর শাহমাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ২০০ ঘর পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় বস্তির ৬০০ পরিবার। ওই সব পরিবারের সদস্যদের আজ এাণ সহায়তা দেওয়া হয়।
কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রতি পরিবারের জন্য ২০ কেজি চাল, পাঁচ লিটার তেল এবং দুই কেজি করে ডাল, চিনি, লবণ ও সুজি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও গাজীপুর ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা।