গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/06/agun.jpg)
প্রতীকী ছবি
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন সোয়া এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখানে কাজ করে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
পরে রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।