ঘুমন্ত স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী আটক

ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের জেরে আউয়াল তালুকদার নামে এক ব্যক্তিকে ঘুমিয়ে থাকা অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগে তার স্ত্রী সাপিয়া বেগমকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার (১২ মার্চ) দিনগত রাতে উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আউয়াল তালুকদার পেশায় অটোবাইক চালক ছিলেন। আটককৃত সাপিয়া বেগমের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে গোপনে এক নারীকে বিয়ে করেন আউয়াল তালুকদার। এনিয়ে প্রথম স্ত্রী সাপিয়ার সঙ্গে স্বামী আউয়ালের মধ্যে কলহ চলছিল। এর জেরে রোববার দিনগত রাতে ঘুমন্ত অবস্থায় আউয়াল তালুকদারের হাত-পা বেঁধে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন সাপিয়া। তাকে হত্যার পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে নিজেই খবর দেন সাপিয়া। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং সাপিয়াকে আটক করে।
ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, ‘পুলিশ খবর পেয়ে আউয়ালের মরদেহ উদ্ধার এবং স্ত্রী সাপিয়াকে আটক করেছে। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন তালুকদার বাদী হয়ে সাপিয়া বেগমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’