চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/12/untitled-1.jpg)
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারা থানার পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজুয়ানা আহমেদ মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
নিহত শিশুরা হলো- উপজেলার বারখাইন ইউনিয়নের পঞ্চফকিরের কালিবাড়ির সিএনজিচালিত অটোরিকশার চালক শ্যামল মজুমদারের ছেলে তুষার মজুমদার (৮) ও মেয়ে তনুশ্রী মজুমদার (৬)। তুষার ও তনুশ্রী আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পরিবারের স্বজনদের অজান্তে পুকুরে গোসল করতে যায় তুষার ও তনুশ্রী। পরে পরিবারের সদস্যরা ঘরে তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। একপর্যায়ে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক রেজুয়ানা আহমেদ বলেন, ‘পানিতে পড়া দুই শিশুকে হাসাপতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’
আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, ‘নিহত দুই শিশুর পরিবারটি এখানে ভাড়া বাসায় থাকত। একই পরিবারের দুই শিশুর মৃত্যু খুবই মর্মান্তিক। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।’