চট্টগ্রাম কাস্টমসে অস্ত্রের চালান জব্দ

চট্টগ্রাম কাস্টমস হাউসে বৈদেশিক ডাকে আসা জব্দকৃত গৃহস্থালি পণ্য ও অস্ত্র। ছবি : এনটিভি
চট্টগ্রাম কাস্টমস হাউসে একটি বৈদেশিক ডাকে গৃহস্থালি পণ্যের আড়ালে অস্ত্রের চালান এসেছে। এই চালান থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি খেলনা পিস্তল এবং ৬০ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। আজ রোববার বিকেলে এই চালানটি জব্দ করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সালাউদ্দিন রেজভি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম কাস্টমসে বৈদেশিক ডাকে গৃহস্থালি পণ্যের একটি চালান আসে। কার্টন ভর্তি চালানটি কাস্টমসে পরীক্ষা নিরীক্ষার সময় সন্দেহ হলে এটি খুলে কায়িক পরীক্ষা করা হয়। এই সময় ওই কার্টনে মোট চারটি পিস্তল পাওয়া যায়। এর মধ্যে দুটি ৮ এমএম বিদেশি স্বয়ংক্রিয় পিস্তল এবং অপর দুটি খেলনা পিস্তল বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় চালানের প্রেরক ও প্রাপকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।