চাকরিচ্যুত শ্রমিকের হাতে কর্মকর্তা খুনের ঘটনায় এফবিএইচআরও-এর নিন্দা

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) জুতা তৈরির একটি কারখানার চাকরিচ্যুত শ্রমিকদের ছুরিকাঘাতে প্রশাসনিক কর্মকর্তা খায়রুল বাশার সুমন নিহত হন। এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষতিপূরণ ও বিচারের দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অরগানাইজেশনস (এফবিএইচআরও)।
নিহত খায়রুল বাসার সুমন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের মান্দারি গ্রামের আবদুল মমিন মাস্টারের ছেলে।
গতকাল সোমবার এফবিএইচআরও-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল এইচআর ফেডারেশনের এক জরুরি বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে নিহত ওই কর্মকর্তার পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহত খায়রুল বাশার সুমন কুমিল্লা ইপিজেডের চাইনিজ জিং চ্যাং সুজ বিডি কারখানায় চাকরি করতেন। সেখান থেকে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রচেষ্টা চালানোর কথা বলা হয়। এছাড়া নিহতের পরিবারের অন্য কাউকে চাকরি দেওয়ার বিষয়ে বলা হয়।
এছাড়া এইচআর ফেডারেশনের পক্ষ থেকে নিহত বাশারের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাঁর হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, কুমিল্লা ইপিজেডের জিং চ্যাং সুজ বিডি কারখানার মানবসম্পদ বিভাগে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন খায়রুল বাশার। সম্প্রতি ওই কারখানায় কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। এতে খায়রুলের ওপর ক্ষিপ্ত হন ওই শ্রমিকরা। গত শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে কারখানা থেকে বের হয়ে তিনি বাড়ি ফিরছিলেন। ইপিজেড ফটকে পৌঁছালে একদল দুষ্কৃতকারী তাঁর ওপর হামলা চালায়।