জটিল সমস্যায় আছি, সিএমএইচে ভর্তি হয়েছি : হেলাল হাফিজ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/14/helal_hafiz.jpg)
‘যে জলে আগুন জ্বলে’র কবি হেলাল হাফিজ অসুস্থ। কবির ভাষায়, ‘চোখ, কিডনি, গ্লুকোমা, ডায়াবেটিস, নিউরোলজিক্যালসহ নানাবিধ অসুবিধায় জর্জরিত আমি। সব মিলিয়ে জটিল সমস্যায় আছি।’
আজ বৃহস্পতিবার দুপুরে যখন কবির সঙ্গে মুঠোফোনে এ প্রতিবেদকের কথা হচ্ছিল, তখন তিনি বলছিলেন, “আর, সেসব কারণে আমাদের ‘কাব্যপ্রেমী’ প্রধানমন্ত্রীর নির্দেশে আমাকে হোটেল থেকে (যেখানে তিনি থাকেন) সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) লোকজন নিয়ে এসেছেন।’
‘তারপর গতকাল বুধবার সন্ধ্যায় আমাকে (সিএমএইচে) ভর্তি করানো হয়। ভর্তির পর থেকে আমার এক্স-রে করানো হয়েছে। ইসিজি করানো হয়েছে। দু-তিন দফায় চোখ দেখেছেন চিকিৎসকেরা। আরও অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।’
হেলাল হাফিজ বলেন, ‘বেশ কয়েকদিন আমি অসুস্থ। বলা চলে—আমার এখনও চিকিৎসা শুরু হয়নি। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর মূল চিকিৎসা শুরু হবে।’
বার্ধক্যজনিত জটিলতার কারণে এর আগে গত বছরের আগস্টে কবি হেলাল হাফিজকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম। ১৯৮৬ সালে তাঁর প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশ হয়। কবিতার জন্য ২০১৩ সালে হেলাল হাফিজ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।