জনকের জন্মদিনে আ.লীগের কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের অনুষ্ঠানেরও উদ্বোধন করা হবে।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ১৭ মার্চ সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
সারা দেশে আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা পর্যন্ত যেসব কমিটি আছে, তারা অনুরূপ কর্মসূচি পালন করবেন। সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপসানালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।
এ ছাড়া সারা দেশে এতিম ও দুস্থদের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণ করা হবে। সারা দেশে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও আলোকসজ্জা করা হবে।
সন্ধ্যা ৬টার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এই কর্মসূচি একযোগে সব গণমাধ্যম প্রচার করবে।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রাত ৮টায় সারা দেশে একযোগে আতশবাজির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া মুজিববর্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের তালিকা করে তাদের জন্য গৃহনির্মাণের কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়ন করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি নেবে বলে জানান ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করবে বলেও জানান তিনি।
এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমরা বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা অর্জন করে দ্রুত সময়ের মধ্যে এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠব এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান মুজিববর্ষ মহাআয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে পালন করতে সক্ষম হব।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিতি ছিলেন।