জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/10/gov.jpg)
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের কাছ থেকে সরকারের নিয়ন্ত্রণে যাচ্ছে। এ সংক্রান্ত ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ সোমবার এ প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে বলেন, ‘আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে আরও কিছু ধারা সংযোজন করে পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য দ্রুততম সময়ের মধ্যে পুনরায় উপস্থাপন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন- এনআইডি’র ২০২২ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি-এর কাজ চলে আসবে।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী তিন-চার বছর পর থেকে জন্মসনদের সাথে এনআইডি যুক্ত করে দেওয়া হবে। তবে, এর কাজ শুরু হবে বর্তমান আইনটি সংশোধন হওয়ার পর থেকে। এখন কাজ নির্বাচন কমিশন থেকেই হবে।’