জামালপুরে চিকিৎসকসহ তিনজনের করোনা শনাক্ত
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও মাদারগঞ্জের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের কর্মীসহ নারায়ণগঞ্জফেরত এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ দেখা দিলে গত শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ তাঁদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তিদের করোনাভাইরাসে শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন।
সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ৩২ বছর বয়সী এক চিকিৎসক, মাদারগঞ্জের ২৫ বছর ও ৩৮ বছর বয়সী দুজন করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তাঁদের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় তিনজনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। তাঁদের মধ্যে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের চিকিৎসক জামালপুর শহরের নয়াপাড়া এলাকায় থাকেন।
এ ছাড়া মাদারগঞ্জের বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের ২৮ বছর বয়সী এক নারীকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। একই উপজেলার অপরজন সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তাঁর বয়স ৩৮ বছর। করোনা আক্রান্ত তিনজনকেই শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ পর্যন্ত জামালপুরে মোট ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুই নারী আগেই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জামালপুর জেলায় এখন পর্যন্ত চিকিৎসকসহ ৯ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।