জামালপুরে চিকিৎসক ও তাঁর গাড়িচালক করোনায় আক্রান্ত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক চিকিৎসক, তাঁর গাড়িচালক এবং ইসলামপুর উপজেলায় এক শিশু করোনা আক্রান্ত হয়েছেন।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান জানান, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা (৩৪), ওই স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক এবং ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১০ বছর বয়সী এক শিশুর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। এরপর তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সোমবার তাদের নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে।
করোনা শনাক্ত হওয়ার পর থেকে ওই চিকিৎসা কর্মকর্তা তাঁর নিজের বাড়িতে আছেন। গাড়িচালক তাঁর কোয়ার্টারেই রয়েছেন এবং ইসলামপুরের শিশুটিও বাড়িতে আছে। তাদেরকে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখার প্রস্তুতি চলছে।
এর আগে জেলায় আরো আটজনের করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে একজন নারী মারা যাওয়ার পর তাঁর সংগৃহীত নমুনার রিপোর্টে পজেটিভ আসে। জামালপুরে নতুন তিনজন নিয়ে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হল ১১ জন। গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলায় ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা রিপোর্টে ৪৮ জনের নেগেটিভ এবং তিনজনের পজেটিভ আসে।