জামালপুরে হাসপাতালের ওয়ার্ডবয়সহ পাঁচজনের করোনা শনাক্ত
জামালপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ডবয় ও স্টাফসহ পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতালের ওই দুজন ছাড়াও করোনা আক্রান্তের সংস্পর্শে আসা একই পরিবারের দুইজন এবং নারায়ণগঞ্জফেরত এক পোশাককর্মী রয়েছেন।
পাঁচজনের করোনা উপসর্গ দেখা দিলে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তিদের দেহে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।
জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান বলেন, জামালপুর জেনারেল হাসপাতালের একজন ওয়ার্ডবয় (৪০), আরেকজন চতুর্থ শ্রেণির কর্মচারী (৫০), মাদারগঞ্জ উপজেলার একই পরিবারের দুজন (যাদের বয়স ৪৫ ও ২৫ বছর) এবং মেলান্দহের ২৫ বছর বয়সী এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন আরো বলেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তিদের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানোর প্রক্রিয়া চলছে। জামালপুরে মোট ২১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন মারা গেছেন।