জামায়াতের আমির শফিকুর রহমান গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানী উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, কি কারণে ডা. শফিককে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।
এদিকে জামায়াত আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।