জ্বলছে আগুন, দোকানির মাথায় হাত
তরিকুল ইসলাম। নিজের এবং তার ভাইয়ের তিনটি দোকান আছে ঢাকা নিউ সুপার মার্কেটে। ভেতরে যখন তার দোকানে আগুন জ্বলছে, তখন তিনি এক হাত মাথায় রেখে অন্য হাত দিয়ে মাথায় পানি ঢালছিলেন। আজ শনিবার (১৫ এপ্রিল) সকালে মার্কেটটির সামনে এ দৃশ্য দেখা গেছে।
তরিকুল ইসলাম বলছিলেন, ‘এখন (সকাল ১০ টা) মার্কেটের ভেতর আমার ছোট ভাই ঢুকেছে। এখনো আগুন জ্বলছে। আমি ভেতর থেকে ধোঁয়ার কারণে চলে এসেছি। ভেতরে ঢোকা যাচ্ছে না। ভাইকেও বলেছি চলে আসতে। জিনিস গেছে জিনিস যাক। জীবন অন্তত বেঁচে থাক। কিন্তু, সে আসতে চায়নি। কারণ, ভেতর আমাদের অনেক টাকার মাল। ঈদের জন্য তোলা। দোকান ভরা মাল। আমাদের সব শেষ।’
এর আগে রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে পুলিশ, বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন।
আজ সকালে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল ইসলাম বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।