ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় আব্দুল হাকিম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজাপুর-ভাণ্ডারিয়া সড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল হাকিম বাড়ি থেকে বের হয়ে গালুয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় রাজাপুর থেকে ভাণ্ডারিয়াগামী দ্রুত গতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পরই ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, বৃদ্ধর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।