ডিবি কার্যালয়ে পরী মণি
ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ডাকা হয়েছে চিত্রনায়িকা পরী মণিকে। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫৫ মিনিটে ডিবি কার্যালয়ে যান তিনি। তাঁর সঙ্গে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী ও মামলার সাক্ষী পরী মণির কসটিউম ডিজাইনার জিমি।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের এডিসি ইফতেখায়রুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। তারা বিকেল ৪টার দিকে এখানে এসেছেন।’
গত ৯ জুন রাতে চিত্রনায়িকা পরী মণি সাভারের বিরুলিয়ার তুরাগ নদীর তীরে অবস্থিত ঢাকা বোট ক্লাবে এক ব্যক্তির সঙ্গে যান। সে সময় তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসিরউদ্দিন মাহমুদ নামের এক ব্যবসায়ী।
এর আগে চিত্রনায়িকা পরী মণির করা সাভার থানার মামলায় গতকাল সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ছাড়া গ্রেপ্তারের সময় আসামিদের হেফাজত থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়, সেজন্য বিমানবন্দর থানায় একটি মাদক মামলা করা হয়।
এর আগে গত রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে একটি স্ট্যাটাস দেন পরী মণি। তিনি দাবি করেছেন যে, ছয়জন তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল।
ফেসবুক স্ট্যাটাসের পর গত রোববার রাত ১০টার দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
সংবাদ সম্মেলনে এই নায়িকা জানান, তিনি জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। নিজ বাসায় তিনি নিজেকে নিরাপদ বোধ করছেন না।
ঘটনার পর ভোর রাতে বনানী থানায় অভিযোগ করতে গেলে তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানান এই অভিনেত্রী।