ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার থেমে থেমে যানজট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/07/07-07-22-tangail_jam-14.jpg)
পবিত্র ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপ ও ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে ঘরমুখো মানুষ বিপাকে পড়েছেন। অন্যদিকে, ঢাকাগামী গরুবোঝাই ট্রাকগুলো দীর্ঘসময় রাস্তায় আটকে থেকে গরুগুলো অসুস্থ হয়ে পড়ছে। তা ছাড়া সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ন্যায্যমূল্য গরু বিক্রি করতে পারবেন না বলছেন গরু ব্যবসায়ীরা।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/07/tangail-traffic-1.jpg)
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ায় রেকার দিয়ে সরাতে সময় লেগেছে। তা ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়িগুলো মহাসড়ক ব্যবহার করছে। অন্যদিকে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গরুভর্তি গাড়িগুলো মহাসড়ক ব্যবহার করছে। আর, বাসগুলো ভূঞাপুর দিয়ে ঘুরিয়ে এলেঙ্গা পাঠানো হচ্ছে, যাতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি না হয়।