তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : প্রিন্স

‘এ কথা দিনের আলোর মতো সত্য, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে জনগণের রায় প্রতিফলনের কোনো সুযোগ নেই। বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে, তবে তা নিরপেক্ষ সরকারের অধীনে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ রোববার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগ সরকারের গণতন্ত্র হরণ, মানবাধিকার, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে দেশ-বিদেশে সবাই সোচ্চার। কিন্তু সরকার এক গুয়েমি করে আবারও এক তরফা সাজানো ও পাতানো নির্বাচন করতে গিয়ে দেশকে মহাবিপদের দিকে ঠেলে দিচ্ছে। এর দায় দায়িত্ব আওয়ামী লীগকেই বহন করতে হবে।’
যৌথ সভায় ২৮ মে ময়মনসিংহে বিএনপির জনসমাবেশ এবং ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, শান্তিপূর্ণ সমাবেশ ও আন্দোলনেই আওয়ামী লীগ সরকার বেসামাল হয়ে পড়েছে। জেলা সমাবেশ বানচাল করতে ব্যাপক গ্রেপ্তার, গায়েবি মামলা তাই প্রমাণ করে। তিনি সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আগামী ২৮ মে ময়মনসিংহে বিএনপির জনসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রিন্স আরও বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনঝড়ের বিপৎসংকেত কোনো পরিমাপক যন্ত্রে ধরবে না। তথ্যমন্ত্রী আওয়ামী লীগের জনপ্রিয়তা জানতে বিএনপিকে নির্বাচনে যাওয়ার আহ্বান জানিয়েছেন, অথচ এ কথা দিনের আলোর মতো সত্য, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে জনগণের রায় প্রতিফলনের কোনো সুযোগ নেই। বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে, তবে তা নিরপেক্ষ সরকারের অধীনে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না।’
এ সময় প্রিন্স আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সবার জন্য সমান সুযোগের নির্বাচনে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানান।