দেশ থেকে সৌদি পৌঁছেছেন সাড়ে ২০ হাজার হজযাত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/19/haz-photo.jpg)
বাংলাদেশ থেকে এবার হজ পালনের জন্য এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন প্রায় সাড়ে ২০ হাজার যাত্রী। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে আজ রোববার এসব তথ্য জানা গেছে।
বুলেটিনে বলা হয়, গতকাল ১৮ জুন (শনিবার) দিবাগত রাত ২টা পর্যন্ত ২০ হাজার ৪৪১ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এ ছাড়া, এখন পর্যন্ত ৫৫টি হজ ফ্লাইট সৌদি গেছে বলে জানা গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩১টি, সৌদি এয়ারলাইনসের ১৯টি ও ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে। দেশ থেকে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৬ জন রয়েছেন।
আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার হজের জন্য বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। হজের জন্য সৌদি যাওয়ার ফ্লাইট শেষ হবে আগামী ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই এবং শেষ হবে ৪ আগস্ট।