নবগঙ্গার মহাজন-বড়দিয়া ঘাটে ফেরি সার্ভিস চালু
এক বছর আগে নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর মহাজন ও বড়দিয়া ঘাটে দুটি ইউটিলিটি ফেরি এনে রাখা হয়। গত শুক্রবার মহান বিজয় দিবসের পড়ন্ত বিকেলে ফেরি চলাচল উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুল ইসলাম, মাউলি ইউনিয়নের চেয়ারম্যান রোজী হক, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি মো. আলাউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা, নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান মোল্লা, নড়াগাতি থানা যুবলীগের আহ্বায়ক মো. হাদিউজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ফেরিঘাটটি চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিমের জেলা খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জের সঙ্গে নড়াইল জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এ ছাড়া জেলার সদর, লোহাগড়া, কালিয়া উপজেলাসহ নড়াগাতি থানার প্রায় লক্ষাধিক মানুষ উপকৃত হবে।
নির্বাহী প্রকৌশলী বলেন, এক বছর আগে এই ঘাটে ফেরি আনা হয়। পল্টুন ও সংযোগ সড়ক প্রস্তুত না হওয়ায় এবং লোকবল সংকটের কারণে এত দিন এই ঘাটে ফেরি চালু করা হয়নি। মধুমতি সেতু চালু হওয়ায় সেখানকার ফেরির লোকবল দিয়ে এ ফেরি দুটি চালু করা হলো।
সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, মহাজন ও বড়দিয়ায় এক সময় নৌবন্দর ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বড় বড় জাহাজ নিয়ে এখানে বাণিজ্য করতে আসত। এখনো এখানে একটি নৌপুলিশ ফাঁড়ি রয়েছে। এখানে রয়েছে জেলার মধ্যে সবচেয়ে টিন বিক্রির বড় মোকাম।
ফেরি চালু হওয়ায় সংসদ সদস্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।