নরসিংদী পৌরসভার ছয় কেন্দ্রে পুনঃভোটের নির্দেশ

নরসিংদী পৌরসভা। ফাইল ছবি
ছয়টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ না করা পর্যন্ত নরসিংদী পৌরসভা নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও বিচারপতি মো. কামরুল ইসলাম মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৪ ফেব্রুয়ারি দেশজুড়ে পৌর নির্বাচনের চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভার মতো নরসিংদী ও মাধবদী পৌরসভায় ভোটগ্রহণ হয়।
নরসিংদী পৌরসভার ৪০ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে। ৪ নম্বর ওয়ার্ডের একটি এবং ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। পরে আরও দুটি ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়।