নাটোরে ছুরিকাঘাতে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক ৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/06/nator-3.jpg)
নাটোর শহরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে তিন ছিনতাইকারীকে গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মিন্টু, আরিফ ও রাব্বানী।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের নাটোর পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১৮ জানুয়ারি ব্যবসায়ী আবুল কালাম আজাদ পান কিনতে রাজশাহী থেকে নাটোর মোকামে আসছিলেন। এ সময় নাটোর শহরের আলাইপুর এলাকায় তিন ছিনতাইকারী ওই ব্যবসায়ীর গতিরোধ করে। ওই ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার জানান, সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চিহ্নিত করার পর মিন্টু ও আরিফকে গাজীপুর থেকে আটক করা হয়। এছাড়া অভিযুক্ত রাব্বানীকে সিরাজগঞ্জ থেকে আটক করে নাটোর জেলা পুলিশ। পরে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।