নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ রিকশা, ২০ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকায় গতকাল সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ৩০টি রিকশা ও কমপক্ষে ২০টি দোকান পুড়ে গেছে। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকায় অগ্নিকাণ্ডে নিম্নআয়ের মানুষের ৩০টি রিকশা ও কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মধ্যে একটি রিকশার গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে দোকানপাটে। এতে রিকশার পাশাপাশি পুড়ে যায় প্রায় ২০টি দোকান।
খবর পেয়ে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে গ্যারেজে থাকা ৩০টি রিকশা ও প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।