নাহিদের মৃত্যুতে মামলা, তদন্ত প্রতিবেদন ৭ জুন
নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত কুরিয়ার সার্ভিস কর্মী মো. নাহিদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্র চক্রবর্তী এই আদেশ দেন। আদালতে এ মামলার এজাহার ও এফআইর (প্রাথমিক তথ্য বিবরণী) এলে, বিচারক তা গ্রহণ করে তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন।
এর আগে গতকাল বুধবার নিহত নাহিদের বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।
এজাহার থেকে জানা গেছে, গত ১৯ এপ্রিল নিউ মার্কেটে সংঘর্ষের মধ্যে পড়েন নাহিদ। সে সময় নাহিদ মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হওয়ায় ওই দিনই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নাহিদের পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদ ছয় মাস আগে বিয়ে করেন। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল সংলগ্ন একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। থাকতেন কামরাঙ্গীরচরে। তাকে হারিয়ে পরিবারের স্বজনেরা দিশেহারা।