নিউজিল্যান্ডের চেয়েও সুন্দর বাংলাদেশের স্টেডিয়াম : ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলো আমাদের বাংলাদেশের স্টেডিয়ামের মতো এতো সুন্দর নয়। তাদের চেয়েও অনেক সুন্দর আমাদের স্টেডিয়াম। আমাদের স্টেডিয়ামগুলোতে সুন্দর শেড, সুন্দর গ্যালারি, সুন্দর মাঠ রয়েছে। আমরা যে স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি তা আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের চাইতে কোনো অংশে কম নয়।
আজ রোববার বিকেলে জামালপুরে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম ও মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম এবং মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জামালপুর মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ, জামালপুর পৌরসভার মেয়র মো. ছানুয়ার হোসেন ছানু প্রমুখ।
মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জামালপুর ছাড়াও শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া ও কুড়িগ্রামের ১২টি দল অংশ নেয়। রোববার উদ্বোধনী খেলায় অংশ নেয় জামালপুর পৌরসভা একাদশ বনাম মেলান্দহ উপজেলা একাদশ। নির্ধারিত সময়ের খেলায় এক-এক গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে জামালপুর পৌরসভা একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে মেলান্দহ উপজেলা একাদশ।