নিবিড় কুমারের শারীরিক অবস্থা উন্নতির দিকে

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। স্থানীয় সময় গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় নিবিড়ের মাথা ও চোখের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কুমার বিশ্বজিতের চাচাতো ভাই অভিজিৎ দে লিখেছেন, ‘সবাই নিবিড় বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’
চিকিৎসক সূত্রে জানানো হয়, নিবিড়ের মস্তিষ্কের এমআরআই সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন তিনি। সেখানে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থায় রাখা হয়েছে।
অভিজিৎ দে জানান, আগামীকাল শনিবার নিবিড়ের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। যেন সে স্বাভাবিক শ্বাস নিতে পারে। পরবর্তীতে নিবিড় কুমারের আরও একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এজন্য চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন।
কুমার বিশ্বজিতের পরিবারের বরাত দিয়ে কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, কানাডায় সড়ক দুর্ঘটনায় নিবিড়ের সঙ্গে ছিলেন আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী। যারা সবাই নিহত হয়েছেন। তারা হলেন—শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। এই তিনজনের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।