নিহত নাহিদ ও মোরসালিনের পরিবারের পাশে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ
নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে নিহত নাহিদ ও মোরসালিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
গতকাল রোববার সন্ধ্যায় কামরাঙ্গীরচর নাহিদ ও মোরসালিনের বাসায় যান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান। এসময় তাদের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।
এসময় তিনি নিহত নাহিদ ও মোরসালিনের পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে ছাত্রলীগের এ নেতা বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় মহানগর ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আগামী দিনেও থাকবে। এ সময় ঈদ উপলক্ষে নাহিদ ও মোরসালিনের পরিবারের সকল সদস্যর জন্য পোশাক, রমজান ও ঈদের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উপহার দেন তিনি।
নিহত নাহিদের পরিবারে নববিবাহিত স্ত্রী ও বাবা মা রয়েছে, আর মোরসালিনের একটি শিশু সন্তান ও স্ত্রী রয়েছে।