নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাঁই

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ঘটা এ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই হয়ে গেছে ১২ ব্যবসাপ্রতিষ্ঠান। চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কমপক্ষে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর রেল স্টেশন মার্কেটের একটি তুলার কারখানা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগায় হোটেল, ওষুধের দোকান, প্লাস্টিকের চেয়ার টেবিলের দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এ ছাড়াও আরও দুটি দোকানের আংশিক ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তুলার কারখানার ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। করোনাকালীন দীর্ঘ বন্ধের পর আগুনে আরও ক্ষতিগ্রস্ত হয়ে অনেক ব্যবসায়ীর পথে বসার উপক্রম হয়েছে।