নড়াইলে তিনটি অস্ত্র উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নড়াইলের কালিয়া উপজেলার কুলসুর গ্রামের বাড়ি থেকে আজ রোববার ভোররাতে তিনটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হানিফ মোল্লা (৩২) ও তাঁর স্ত্রী সোহানাকে গ্রেপ্তার করেছে।
হানিফ মোল্লার বাড়ি উপজেলার বেন্দার চর গ্রামে। তিনি কুলসুর গ্রামে শ্বশুর বাড়িতে অস্ত্র ও মাদক ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় আজ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, কালিয়া উপজেলার কুলসুর গ্রামে হানিফ ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করছিলেন। এই সংবাদের ভিত্তিতে পুলিশ হানিফের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে চীনে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুইটি ওয়ান শুটার গান উদ্ধার করে। এ সময় তাদের আটক করে পুলিশ। এই ঘটনায় কালিয়া থানায় মামলা করা হয়েছে।