পরী-রাজের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলার প্রস্তুতি র্যাবের
চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা করার প্রস্তুতি নিয়েছে র্যাব। আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব সদর দপ্তরের একটি সূত্র এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
সূত্রটি জানিয়েছেন, রাজের বাসায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করার জন্য অনেকগুলো ভিডিও জব্দ করা হয়েছে। সেখানে অনেকের নাম এসেছে। তদন্তের স্বার্থে এখনি নামগুলো বলা যাচ্ছে না। র্যাবের গোয়েন্দারা এসব বিষয় নিয়ে পর্যালোচনা করছেন। আর পরী মণির নামে আপাতত শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর বনানীর ১৯/এ রোডের ১২ নম্বর বাসায় চিত্রনায়িকা পরী মণির ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। বাসা থেকে ১৯ বোতল বিদেশি মদ, এক ব্লট লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড বা এলএসডি, চার গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও একটি বং পাইপ জব্দ করা হয়। আটক করা হয় পরী মণি, তাঁর কথিত মামা মো. আশরাফুল ইসলাম দীপু ও বাসার দারোয়ান মো. সবুজ আলী। রাত সোয়া ৮টার দিকে র্যাবের সাদা রঙের কালো গ্লাসযুক্ত একটি হায়েস গাড়িতে করে পরী মণিসহ তিনজনকে নিয়ে যাওয়া হয় র্যাবের সদর দপ্তরে।
এদিকে, পরী মণির দেওয়া তথ্যে বুধবার রাত ৮টার দিকে র্যাবের একটি দল বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করে। এ সময় তাঁর বাসা থেকে বিদেশি মদ, বিয়ার ও সিসার সরঞ্জাম উদ্ধার করা হয়।