পাটুরিয়াঘাটে গাড়ি ও যাত্রীর চাপ

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ও ছোট গাড়ির প্রচণ্ড চাপ। ঘরমুখো মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে।
আজ মঙ্গলবার সকাল থেকেই পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কে প্রাইভেটকার ও মাইক্রোবাসের সারি ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি পার করায় প্রায় কয়েক শতাধিক পণ্যবোঝাই ট্রাকের জট দেখা গেছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা শাখার ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, কয়েকদিন ধরেই লকডাউনের কারণে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তাই প্রাইভেটকার, মাইক্রোবাসের একটু চাপ আছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রীও পারাপার হচ্ছে। ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও গাড়ি পারাপার করা হচ্ছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রাইভেটকার, মাইক্রোবাস পারাপার করায় পণ্যবোঝাই ট্রাক পারাপার ব্যহত হচ্ছে বলেও জানান তিনি।