পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/26/mymen-db-arested-pic.jpg)
ময়মনসিংহে পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জামালপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মিডিয়ার সামনে হাজির করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন জামালপুর জেলার মেলান্দহ থানার ছামিউল আলম (৬৬), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়ার জালাল উদ্দিন (৭৫) এবং মুক্তাগাছার রহিমবাড়ি গ্রামের মারুফ মিয়া (১৯)। এদের মধ্যে ছামিউল আলম অতিরিক্ত সচিব পরিচয় দিতেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২১ উপলক্ষে ময়মনসিংহসহ আশপাশের জেলায় একাধিক প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা কেউ অতিরিক্ত সচিব পরিচয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২৫ সেপ্টম্বর ময়মনসিংহ জেলায় পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়।