প্রধানমন্ত্রীর ঘর ও দোকান পেল শিশু ভ্যানচালক শম্পার পরিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার একটি থাকার ঘর ও দোকান পেয়েছে জামালপুরের ভ্যানচালক শিশু শম্পা ও তার পরিবার। আজ রোববার দুপুরে সদর উপজেলার নাকাটি গ্রামে ওই পাকা ঘর ও দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
জেলা প্রশাসক বলেন, ভ্যান চালিয়ে শিশু শম্পা তার বাবার চিকিৎসা ও পরিবারের ভরণ পোষণ করছে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি ওই পরিবারের সবার দায়িত্ব নেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটির জন্য একটি পাকা ঘর, দোকান ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শিশু শম্পার লেখাপড়া ও দুর্ঘটনায় আহত তার বাবার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। শম্পার বাবার চিকিৎসা এখনো চলছে।
মোহাম্মদ এনামুল হক বলেন, পরিবারটির জীবিকা নির্বাহের জন্য একটি দোকান করে দেওয়া হয়েছে। তা ছাড়া নিয়মিতভাবে সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা তাদের দেওয়া হবে।
সহায়তা পেয়ে শম্পার মা নেবুজা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
ঘর ও দোকান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান ছানা প্রমুখ।