প্রস্তুত টোল প্লাজা, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু কাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/19/pdmaa-setu-ttol-plaajaa.jpg)
মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতুর টোল প্লাজা প্রস্তুত। আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতুর সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল শুরু হচ্ছে। মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতুর উভয়প্রান্তের টোলবুথসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান সেতু বিভাগের সচিব মনজুর হোসেন।
মনজুর হোসেন বলেন, ‘মোটরসাইকেল পার করার জন্য পদ্মা সেতু পুরোপুরি প্রস্তুত। আগামীকাল সকাল ৬টা থেকে আরোহীরা স্বাচ্ছন্দ্যে পার হতে পারবেন। মোটরসাইকেল চালকসহ সবার প্রতি একটা অনুরোধ, সবাই যদি আইন মেনে পার হন তাহলে অন্য যাত্রীদের সমস্যা হবে না। হঠাৎ করে যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে গাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সবাই যদি ট্রাফিক আইন মেনে চলে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ হবে না। আমরাও নির্বিঘ্নে সেবা দিতে পারব।’
এসময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আলীসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকতা ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।