ফরিদপুরে আরও ৯১ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/15/faridpur-corona.jpg)
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়। ছবি : সংগৃহীত
ফরিদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে একজনের।
এদিকে, প্রতিদিনই ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আসছে রোগী। কিন্তু চাহিদা অনুযায়ী শয্যা সংখ্যা না থাকায় ভর্তি নিতে পারছে না কর্তৃপক্ষ। এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৬টি শয্যা থাকলেও সচল রয়েছে ১৪টি।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। এ ছাড়া জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৮ জনের এবং মৃত্যু হয়েছে ১৮৯ জনের।
এদিকে, করোনার চাপ সামলাতে জেলা প্রশাসনের তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।