ফরিদপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা
ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় দলটির নেতাকর্মীরা বলেছেন, সব বাধা অতিক্রম করে যে কোনো মূল্যে ১২ নভেম্বর ফরিদপুরে বিভাগীয় সমাবেশ সফল করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের উদ্যোগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কথা বলা হয়।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সারা দেশের মানুষ আজ জেগে উঠেছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সব জুলুম নির্যাতনের অবসান চায় জনগণ। ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির মহাসমাবেশস্থলে প্রয়োজনে আগের রাত থেকেই অবস্থান নেওয়া হবে এবং যেকোনো মূল্যে মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে সফল করা হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর বিভাগীয় সমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, রাজবাড়ীর-১ আসনের সাবেক এমপি আলি নেওয়াজ খৈয়াম প্রমুখ।