ফেরিতে উঠতে গিয়ে ট্রাক পদ্মায়, নিহত ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/03/26/munshiganj.jpg)
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ফেরি ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় ট্রাকের চালক বিল্লাল হোসেন নিহত (২২) এবং চালকের সহকারী যুবরাজ মাদবর (১৯) আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর এলাকার হজরত আলীর ছেলে। এরপর মধ্যরাত সাড়ে ৩টার দিকে নিহত বিল্লালের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল উদ্দিন জানান, রাতে ফেরিতে করে নদী পারাপারের জন্য ঢাকা থেকে বাংলাবাজারগামী লোহার সরঞ্জামবাহী ট্রাকটি ঘাটে আসে। রাত ১২টার দিকে ৩ নম্বর ফেরিঘাটের পল্টুন বরাবর নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পদ্মায় নদীতে পড়ে ডুবে যায়। এ সময় ওই গাড়ির চালকের সহকারী যুবরাজ কোনোমতে গাড়ি থেকে বের হয়ে সাঁতরে উঠতে পারলেও চালক গাড়িতে আটকা পড়লে তাঁর মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদী থেকে নিহতের মরদেহ ও গাড়িটি উদ্ধার করেছে। গাড়ির সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চলছে।