ফের গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন ভৈরবের মনিরুল
গিনেজ ওয়ার্ল্ড বুকে দ্বিতীয়বারের মতো নাম লেখালেন ভৈরবের মো. মনিরুল ইসলাম। তিনি এক হাতের উপর ১৩টি টেনিস বল রেখে এ বিশ্ব রেকর্ড গড়েন। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে এই স্বীকৃতির বিষয়টি ই-মেইলের মাধ্যমে মনিরুলকে জানানো হয়।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ৩০ সেকেন্ডে সবোর্চ্চ ৫০টি পেন্সিল এক হাতের উপর রেখে গিনেজ ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়েছিলেন মনিরুল।
মনিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি।
মনিরুল জানান, প্রথম রেকর্ড গড়ার পড় থেকেই নতুন বিষয়ে রেকর্ড গড়তে তিনি অনুশীলন শুরু করেন। তারপর এক হাতের উপর ১২টি টেনিস বল রাখার রেকর্ডটি ভঙ্গ করে নতুন করে ১৩টি টেনিস বল রেখে গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লেখান।
এর আগে ইতালির নাগরিক সিলভিও সাব্বা ও রওক্কো এক হাতের উপর ১২টি টেনিস বল রেখে গিনেজ বুকে রেকর্ড গড়েছিলেন। তাদের এই রেকর্ড ভেঙে নতুন করে ১৩টি বল হাতের উপর রেখে এ রেকর্ড গড়েন মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম আরও বলেন, ‘এক হাতে ৩০ সেকেন্ডে ৫০টি পেন্সিল রাখার কৃতিত্ব অর্জন করে প্রথমবার গিনেজ ওয়ার্ল্ড বুকে রের্কড অর্জন করি। এরপর পরিবার, আত্মীয়-স্বজনসহ শুভানুধ্যায়ীদের কাছ থেকে অনেক ভালোবাসা ওবং অনুপ্রেরণা পাই। সেই অনুপ্রেরণাই আবারও নতুন বিষয়ে রেকর্ড করার আগ্রহ যুগিয়েছে।’
মনিরুল আরও বলেন, ‘গত সেপ্টেম্বর মাস থেকেই নতুন এ বিষয়ে অনুশীলন করা শুরু করি এবং সব নিয়মকানুন অনুসরণ করে এক হাতে ১৩টি টেনিস বল রাখার কৃতিত্ব অর্জন করি। নিয়ম অনুযায়ী রেকর্ডটির ধারণকৃত ভিডিও গিনেজ ওয়ার্ল্ড বুকে পাঠাই। তারপরই গিনেজ বুক কর্তৃপক্ষ ভিডিওটি যাচাই বাছাই করে মেইলের মাধ্যমে আমাকে রেকর্ড গড়ার স্বীকৃতি দেয়।’
খুব তাড়াতাড়ি রেকর্ডটির সনদপত্র প্রাপ্তির আবেদন করবেন বলেও জানান মো. মনিরুল ইসলাম।