বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়া শেরপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে শিশুটির বাবা। এ ঘটনায় রজীত (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গত ১০ অক্টোবর ওই স্কুলছাত্রী প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায়। এ সময় রজীত নামের এক প্রতিবেশী যুবক তাকে সেখান থেকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি কান্নাকাটি করলে তাকে ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেন। গতকাল মঙ্গলবার দুপুরে মেয়েটি ওই ধর্ষণের বিষয়টি তার পরিবারের কাছে জানায়। এরপর রাতে শিশুটির বাবা রজীতের বিরুদ্ধে থানায় মামলা করেন।
বিষয়টি আমলে নিয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রজীতকে গ্রেপ্তার করেন। এ ছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ পরিদর্শক।