বরিশাল মহানগর বিএনপির ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।
আজ শনিবার সন্ধ্যায় মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর ৩০টি ওয়ার্ড কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। ওয়ার্ড কমিটিগুলোর বেশিরভাগ নেতা সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়। অনেকে জীবিত নেই। তাই গতকাল রাতের সভায় সর্ব সম্মতিক্রমে ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মীর জাহিদুল কবির আরও বলেন, আমরা আগামী এক মাসের মধ্যে ৩০টি ওয়ার্ডে কর্মিসভা করব। প্রত্যেক ওয়ার্ডের কর্মিসভায় সংশ্লিষ্ট ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটিগুলো গঠনের পর মহানগর বিএনপির সম্মেলন হবে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে গতকাল রাতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, আলতাফ মাহমুদ সিকদার, হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম, মাকসুদুর রহমান প্রমুখ।