বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা। ছবি : এনটিভি
বাগেরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ বুধবার ফকিরহাটের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, দুপুর ১২টার দিকে মহাসড়কের পালেরহাট এলাকায় ট্রাক-মটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা গেছে। তার পকেটে পাওয়া একটি কার্ড থেকে ধারণা করা হচ্ছে, নিহতের নাম আবু আহাদ। যদিও তা নিশ্চিত না।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে।