বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল ২০ বসতঘর

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে বালুখালী শরণার্থী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি- ব্লকে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে কর্মরত ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান বলেন, ‘আগুনে রোহিঙ্গাদের ২০টির বেশি বসতঘর পুড়ে গেছে। আগুন লাগার পর পরই উখিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করে।’
পুলিশ সুপার আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মী ও এপিবিএনএর প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কী পরিমাণ ক্ষতি হয়েছে বা আগুনের সূত্রপাত কীভাবে তা জানতে একটু সময় লাগবে বলেও জানান এ কর্মকর্তা।
তবে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।