বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিমানবন্দর সড়ক অবরোধ
বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া নিহতের প্রতিবাদে রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা। অপরদিকে ঘাতক ভিক্টর পরিবহণের চালক ও হেলপারকে আজ সোমবার (২৩ জানুয়ারি) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ দুপুরে ব্রিফিংয়ে গুলশানের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ জানান, ‘গতকাল রোববার রাস্তা পার হওয়ার সময়, উত্তরা থেকে আসা ভিক্টর পরিবহণের বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাদিয়া। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়। পরে পুলিশের একাধিক টিম আসামিদের ধরতে অভিযানে নামে।’
উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ আরও বলেন, ‘আজ সোমবার সকালে মিরপুরের শাহ আলী থানার প্রিয়াংকা হাউজিং এলাকা থেকে বাসচালক লিটন ও হেলপার আবুল খায়েরকে গ্রেপ্তার করে। শিক্ষার্থী নাদিয়া নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।