বিএনপিকে সমাবেশ করতে দিলেও বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলেও দুই দফা পুলিশি বাধায় বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়েছে। আজ সোমবার বিকেল ৩টায় উপজেলা বিএনপির এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ভোলায় বিএনপির দুই নেতা পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসাইন ও মো. শরিফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মো. ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া।
এ সময় নেতারা বলেন, গুম, খুন ও হত্যা করে বিএনপির আন্দোলন থামানো যাবে না। বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করছে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এসব করে এ সরকারের শেষ রক্ষা হবে না।
প্রতিবাদ সমাবেশের পর বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সাচাইল কবরস্থান পার হওয়ার পরই পুলিশের একটি দল বাধা দেয়। পরে মাদ্রাসা রোড দিয়ে ঘুরে মিছিলটি মাদ্রাসা মার্কেট এলাকা দিয়ে প্রধান সড়কে উঠতে চাইলে পুনরায় সেখানে অপেক্ষমান পুলিশের আরেকটি দল বাধা দেয়। সেখানে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।