বিএনপিনেতা আলাল করোনায় আক্রান্ত

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। ফাইল ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বনানী প্রভা হেলথ সেন্টারে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।
মোয়াজ্জেম হোসেন আলাল নিয়মিত চিকিৎসা নিতে ১৩ জুন ভারত যাওয়ার কথা ছিল। পরে তাঁকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল। গতকাল উচ্চআদালতের নির্দেশে আবার ভারতে যাওয়ার প্রাক্কালে কোভিড-১৯ পরীক্ষা করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানান কবির খান।